Uncategorized

কোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম

আমরা সবাই চাই দাগহীন, কোমল এবং সুন্দর ত্বক। আর এজন্য আমাদের পরিচর্যার শেষ নেই। তবে আমরা আমরা যত পরিচর্যাই করি না কেন এই যত্ন সবচেয়ে বেশি কার্যকরী হয় রাতের বেলা। দিনের কর্ম ব্যস্ততা, সূর্যের আলোর প্রভাব আর ধুলাবালির কারণে আমাদের ত্বক হয়ে যায় ড্যামেজড। আর এই ড্যামেজ রিপায়েরিং এর জন্য দরকার নাইট টাইম স্কিন কেয়ার। কেননা আমাদের ত্বকের যে রিপেয়ারিং ক্ষমতা আছে, তা সবচেয়ে বেশি কার্যকরী হয় রাতেই। তাই রাতের স্কিন কেয়ার রুটিনে ভালো একটি নাইট ক্রিম থাকা খুবই জরুরি। তাই আজকে আমরা জানব ৫টি নাইট ক্রিম এর কথা, যা আমাদের ত্বককে করবে কোমল এবং উজ্জ্বল।

1. SOME BY MI Yuja Niacin Brightening Sleeping Mask

ইউজা হচ্ছে এক ধরনের সিটরাস বা অম্ল জাতীয় ফল, যা কোরিয়াতে বিশেষ ভাবে প্রচলিত। আর এই ইউজা নির্যাস থেকে তৈরি হয়েছে এইব্রাইটেনিং স্লিপিং মাস্ক, যা নাইট ক্রিম হিসেবে খুবই জনপ্রিয়। আর ফেইস ক্রিমটির নাম শুনেই বুঝা যাচ্ছে, ত্বক উজ্জ্বল করতে এটি বিশেষ ভাবে কার্যকরী।

কী কী উপাদান আছে এতে?

এই ব্রাইটেনিং স্লিপিং মাস্কে আছে প্রাকৃতিক গুণাগুণ সমৃদ্ধ বিভিন্ন  উপাদানের নির্যাস এবং অ্যাকটিভ ইনগ্রিডিয়েন্টস।  এদের  মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ইনগ্রিডিয়েন্টস হলো-

  • ইয়ুজা এক্সট্র্যাক্ট (৭০%)
  • নিয়াসিনামাইড
  • জোজোবা সিড অয়েল
  • আরবুটিন
  • বায়োটিন
  • পিপারমেন্ট লিফ অয়েল
  • ১২ প্রকার মাল্টি ভিটামিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *